নেতৃত্ব জন্মগত: খুলনা জিলা স্কুল থেকেই শুরু হয় তানভীর বারী হামিমের রাজনৈতিক পথচলা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথে আজ যিনি সাহসিকতার প্রতীক, সেই শেখ তানভীর বারী হামিমের রাজনৈতিক যাত্রার একটি বিরল ছবি সম্প্রতি আবার আলোচনায় এসেছে।
ছবিতে দেখা যায় তখন সপ্তম শ্রেণির ছাত্র হামিম খুলনা জিলা স্কুলের ছাত্রদলের ব্যানার হাতে মহান স্বাধীনতা দিবসের র্যালিতে নেতৃত্ব দিচ্ছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি শুধুই একটি ছবি নয় এটি এক বিপ্লবী পথচলার সূচনা।
“এই ছবি ইতিহাস,” মন্তব্য করেন এক সহযোগী। “অনেকেই বিশ্ববিদ্যালয়ে এসে রাজনীতি করে। কিন্তু হামিম রাজনীতির মধ্যেই বড় হয়েছে।”
আজ যে হামিমকে আমরা দেখি প্রতিবাদের মুখ হিসেবে, তার শিকড় ছড়িয়ে আছে সেই স্কুল জীবনের মাটিতেই।
স্কুলের মাঠ থেকে রাজপথ তার নেতৃত্বের গল্প শুরু হয়েছিল অনেক আগেই।