১৭ জুলাই, ঢাকা বিশ্ববিদ্যালয়
শহীদদের গায়েবানা জানাজা ঘিরে আয়োজিত কফিন মিছিলটি ১৭ জুলাই ঢাবির রাজপথে এক নতুন রাজনৈতিক প্রতিরোধচেতনার সূচনা করে। এই প্রতীকী কর্মসূচির নেতৃত্বে ছিলেন শেখ তানভীর বারী হামিমএকজন ছাত্রনেতা, যিনি শোককে নিছক আবেগ না বানিয়ে তাতে যুক্ত করেছেন রাজনৈতিক কণ্ঠস্বর, সাংস্কৃতিক তাৎপর্য এবং প্রজন্মের দায়বদ্ধতা।
যেখানে রাষ্ট্রব্যবস্থা শহীদের রক্ত ভুলে যেতে চায়, সেখানে হামিম কফিন বহন করে স্মরণকে পরিণত করেছেন অভিযানে। পুলিশের ব্যারিকেডের ভেতর দিয়ে কাঁধে কফিন আর গলায় স্লোগান এই দৃশ্য ছিল যেন ইতিহাসের প্রতিধ্বনি, আবার ভবিষ্যতের পূর্বাভাসও।
তানভীর বারী হামিম আজ কেবল একটি নাম নয়;
তিনি হয়ে উঠছেন সেই কণ্ঠস্বর,
যে শোককে আন্দোলনে বদলাতে জানে।